নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : আসন্ন দীপাবলী হোক ধোঁয়াহীন এই আবেদন নিয়ে আজ ৮/১১/২৩ বিকেল ৩টা থেকে বেনাচিতি স্বপ্নপূরণ ও সুইচঅন ফাউন্ডেশন এর উদ্যোগে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর যৌথ সহযোগিতায় পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্গাপুর স্বপ্ননীড় নিশানহাট ময়দানে বিপুল উৎসাহ উদ্দীপনা সহকারে ১১০ জন শিশু কিশোর কিশোরী অংশগ্রহণে ৩টি বিভাগে অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।৩টি বিভাগে মোট ৯জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।
সকলকে পরিবেশ বান্ধব ভূমিকা পালনের আবেদন ও আতশবাজি না পোড়ানোর আর্জি জানিয়েছেন পরিবেশ আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, অঙ্কিতা চক্রবর্তী। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সঞ্জয় সীট,বেনাচিতি স্বপ্নপূরণ এর গৌরাঙ্গ বিশ্বাস ও সুশান্ত মল্লিক সহ অনান্য ব্যক্তি বর্গ। এই আবেদন সাড়া জাগাক অন্য সবার মনে।
আগামী ১৪ই নভেম্বর পর্যন্ত সমগ্র দুর্গাপুর মহকুমা জুড়ে মহাসমারোহে ১৩টি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।