বিশেষ প্রতিবেদন : ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশী, সংক্ষেপে ধনতেরাস। কার্তিক মাসের শুক্লপক্ষের এয়োদশী তিথিতে ধনতেরাস পালন করা হয় ৷ ধনতেরাসের শুভ লগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয়ে থাকে মূল্যবান ধাতু ৷ বলা হয় যে, আজকের দিনে মূল্যবান ধাতুর জৌলুসে আকৃষ্ট হয়ে মা লক্ষী স্বয়ং আসেন গৃহস্থের বাড়িতে।
তবে এই ধনতেরাসে ধাতু কেনা নিয়ে রয়েছে প্রচুর গল্প - কাহিনী। আমরা অনেকেই জানি যে ধন দেবতা কুবেরের উপাসনা করার জন্য ধনতেরাস পালন করা হয় ।
পুরান মতে রাজা হীমের পুত্রকে বিয়ের চতুর্থ দিন যমের হাত থেকে বাঁচাতে নববধূ একটি ফন্দি আটেন। দরজার সামনে প্রচুর ধনরত্ন , সোনা গয়না , বাসন পত্র , ও প্রদীপ জ্বালিয়ে , দরজা আটকে দেন । যমরাজ এসে উপস্থিত হলে এতো সোনা গয়না ও আলোর জৌলুসে চোখ ধাঁধিয়ে যায় তার । এবং দিকভ্রষ্ট হয়ে যমকে খালি হতে ফিরে যেতে হয় । এইভাবে রাজা হীমের পুত্র যমের হাত থেকে বেঁচে যায় । মানা হয় এর থেকেই ধনতেরাস উৎসবের সূচনা হয় সোনা রূপা ধাতু কেনা দিয়ে ।
এছাড়াও আরোও একটি কাহিনী প্রচলিত আছে । বলা হয় , একসময় দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গ হয় লক্ষ্মীহীন। রাক্ষসদের সঙ্গে লড়াই করে সমুদ্রমন্থনের পর ধনতেরাসেই দেবতারা ফিরে পান দেবী লক্ষ্মীকে। হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরিয়ে আনার উপাসনাই হচ্ছে ধনতেরাস। ধনতেরাসে শ্রীলক্ষ্মীর আরাধনার মাধ্যমে সূচনা হয় দীপাবলী উৎসবের।
বলা হয় এই দিনে কোনো শুভ জিনিস কিনলে সেটি তেরোগুণ পরিমাণ বৃদ্ধি পায় । তবে এমন কিছু জিনিস আছে যেগুলি এই দিনে কেনা অশুভ । যা কিনলে পরিবারে দুর্ভাগ্য নিয়ে আসে ।
সেরকম কটি পাঁচটি জিনিস সম্পর্কে জেনে নিন ।
১) ধনতেরাস এর জন্য কেনাকাটা করার সময় মাথায় রাখবেন আপনি যেনো লোহা বা স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম জাতীয় কোনো কিছু যেনো না কেনেন । আপনি তামার পাত্র না কলস কিনতে পারেন । তবে মাথায় রাখবেন কলস কিনলে তা খালি অবস্থায় বাড়িতে আনবেন না । অবশ্যই তাতে জল অথবা অন্য কিছু ভরে আনবেন।
২) এই দিনে ভুলকরেও চুরি কচি ,বা অন্যান্য ধারালো কিছু কিনবেন না। যদি কিনতেই হয় তবে ধনতেরাস এর আগে বা পরে কিনে নেবেন । সেই দিন কিনবেন না ।
৩) ধনতেরাস এ অনেকে গাড়ি কিনে থাকেন। গাড়ি কেনা অনেক শুভ বলে মানা হয় । তবে গাড়ি কেনার সময় যে টাকাটা আপনি দেবেন সেটা যেনো ধনতেরাস এর দিন না দেন । আপনি একদিন আগে অথবা পরে গাড়ির টাকা দিয়ে রাখুন । ধনতেরাস এর দিন দেবেন না।
৪) ধনতেরাস এর দিন তেল বা ঘি জাতীয় কিছু কিনবেন না । তেল বা ঘি কেনা কে অশুভ বলে মনে করা হয় । দীপাবলিতে প্রদীপ জ্বালাতে তেল এর দরকার পড়ে বটে । তবে তা ধনতেরাস এর দিন না কিনে একদিন আগে অথবা পরে কিনুন।
৫) এই দিন অবশ্যই কোনো কাচের দ্রব্য কিনবেন না । বলা হয় কাঁচ রাহু গ্রহকে প্রতিনিধিত্ব করে । দীপাবলির সময় প্রদীপ জ্বালানোর জন্য অথবা ঘর সাজানোর জন্য অনেকে কাঁচের জিনিস কেনেন । তবে তা ধনতেরাস এর দিন না কিনে একদিন আগে বা পড়ে কিনে রাখুন । এমনকি কাঁচের বাসন গ্লাস কিছুই ধনতেরাস এর দিন কিনবেন না ।
এই পাঁচটি জিনিস ছাড়া আরও কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো এই শুভ দিনে কিনতে সেই । সেগুলির মধ্যে হলো _ কালো রঙের যেকোনো কাপড় বা শাড়ি , নকল বা ইমিটেশনের গয়না , ও যেকোনো উপহার ।
এই কটি জিনিস বাদ দিয়ে কেনা কাটা করলে আপনার ঘরে মা লক্ষ্মী অবশ্যই আসবেন ।