নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : দুর্গাপুর সাবডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং সুইচঅন ফাউন্ডেশন ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর সহযোগিতায়
১১/১১/২৩ ধোঁয়াবিহীন ও পরিবেশবান্ধব দীপাবলি উদযাপনের আবেদন নিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রথম ৩টি সান্ধ্যকালীন সাইকেল র্যালী অনুষ্ঠিত হলো। বিপুল উৎসাহ উদ্দীপনা সহকারে আলোক মালায় সজ্জিত র্যালীতে ১২৭ জন যুবক যুবতীরা অংশ নিয়েছে।।
র্যালী-১
বন্ধ কারখানা HFC Gate মুচিপাড়া থেকে শুরু হয়ে বিধাননগর ২এ,২বি,২সি গ্রুপ হাউসিং কমপ্লেক্স পরিক্রমা করে ডিডিএ মার্কেট জীবনদান ভবনে শেষ হয়। উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী। ৫৩ জন অংশ নিয়েছে।র্যালী শেষে সকলে শপথ বাক্য পাঠ করা হয়েছে।
র্যালী-২
গোপালপুর উত্তরপাড়া থেকে শুরু হয়ে গোপালপুর পশ্চিমপাড়া ও পূর্বপাড়া হয়ে রাসতলায় এসে শেষ হয়।র্যালীতে ৩২ জন অংশ নিয়েছে। র্যালীর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী কবি ঘোষ ও সংগ্রাম মুখার্জি।
র্যালী -৩
দুর্গাপুর ইস্পাত নগরী এজোন এলাকায় অবস্থিত দুর্গাপুর হিরোজ ক্লাব থেকে শুরু হয়ে মেন হাসপাতাল,নেতাজী ভবন, লাল ময়দান হয়ে আবার হিরোজ ক্লাবে এসে শেষ হয়। র্যালীতে ৪২ জন অংশ নিয়েছে। র্যালীর সূচনা
করেন ধনঞ্জয় দে।উপস্থিত ছিলেন স্বস্তিকা ব্যানার্জি, বিশ্বব্রত কুমার,সৌরভ সেন,অঙ্কিতা সেন,মৃত্যুঞ্জয় সামন্ত সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই র্যালীর উদ্যোক্তা সংগঠনের পক্ষে কবি ঘোষ জানিয়েছেন যে - আমাদের শিল্প শহর দুর্গাপুরে বিগত কয়েক বছর ধরে দূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যা বিশেষত শিশু, পোষ্য প্রাণী এবং পথচারীদের স্বাস্থ্যের জন্য ভয়ানক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
দীপাবলিতে যে আতশবাজি পোড়ানো হয় তাতে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরেট এলুমনিয়াম লোহাচূর্ণ এবং আরো ধরনের বিপজ্জনক রাসায়নিক পদার্থ থাকে যা পরিবেশ ও স্বাস্থ্য উভয়ের পক্ষেই ক্ষতিকর।
শীতের শুরুতে বাজি পোড়ানো হলে পি এম ২.৫ বিষাক্ত ধাতু এবং ক্ষতিকারক গ্যাসের মাত্রা উল্লেখযোগ্য ভাবে বাড়িয়ে তোলে যার ফলে বায়ুর গুণমান অত্যন্ত হ্রাস পায়।
দীপাবলি উৎসব অসুবের ওপর বিজয়ের প্রতীক এবং যথার্থ রূপে তা সম্পূর্ণ করতে আমাদের অবশ্যই দোষ বাজির পোড়ানো বন্ধ করতে হবে এবং পরিবেশ বান্ধব বাজির ব্যবহার শুরু করতে হবে।