আন্তর্জাতিক শিশু দিবস ও ছট পূজা উদযাপনে রক্তদান শিবির

 


নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : সোমবার দুর্গাপুর ভলিবল একাডেমি'র উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগিতায় দুর্গাপুর ইস্পাত নগরী এজোন এলাকায় হর্ষবর্ধন রোডে অবস্থিত ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মহতী রক্তদান শিবিরে ৪জন মহিলা সহ মোট ২৮ জন রক্তদান করেছেন। 


বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে ক্লাবের সদস্য ও বন্ধুদের অংশগ্রহণ ছিল।শিবিরের উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগম এর বোর্ড অফ এডমিনিস্ট্রেটর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি। 


উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু, পুরপ্রশাসক ধর্মেন্দ্র যাদব, ক্রীড়া সংগঠক স্বস্তিকা ব্যানার্জি, ভলিবলের জাতীয় কোচ রতন কর্মকার, ফোরামের যুগ্ম সম্পাদক নন্দিতা ঘোষ, একাডেমির সম্পাদক অরবিন্দ কর্মকার সহ অনান্য ব্যক্তি বর্গ। 


শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও ব্লাড ফোরামের শুভেচ্ছা স্মারক তুলে দেন যথাক্রমে ডাঃ করবী কুন্ডু ও নন্দিতা ঘোষ।

নবীনতর পূর্বতন