ইলামবাজার নার্সিং ইনস্টিটিউট এর পক্ষ থেকে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বচ্ছতার অভিযান

 


জয়ন্ত মন্ডল, বীরভূম : আজ ২ রা অক্টোবর সোমবার, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবসকে সামনে রেখে ও বৃষ্টিকে উপেক্ষা না করে ইলামবাজার নার্সিং ইনস্টিটিউট এবং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর পক্ষ থেকে স্বচ্ছতা অভিযান এলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো।


এই স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন ইলামবাজার টিচার ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল শুভ্রদীপ সাহা ও সহ কর্মী বৃন্দরা এবং ইলামবাজার ইনস্টিটিউট নার্সিং ট্রেনিং এর ছাত্রীরা। এই স্বচ্ছতা অভিযান একটা মানবতার স্বচ্ছতা বার্তা দিয়ে সমাজকে ও সমাজের চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরে। 


ইলামবাজার নার্সিং ইনস্টিটিউট এর প্রিন্সিপাল শুভ্রদীপ সাহা তিনি  সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই স্বচ্ছতার মধ্য দিয়ে সমস্ত কিছু যেমন মানুষের রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব ও ওটা সাধারণ মানুষকে সচেতনতার বা পরিষ্কার পরিচ্ছন্নতার বার্তা তুলে ধরা।স্বচ্ছতা অভিযান দিয়ে আমরা মানুষকে বোঝাতে চাইছি স্বচ্ছতা হল সমাজের এক রোগ প্রতিরোধের ঔষধের মতো।


 সমাজ তথা বাজার হসপিটাল স্বচ্ছ বা পরিষ্কার থাকলে মানুষ সুস্থ থাকবে এবং রোগ থেকে মুক্তি পাবে। এইরকম স্বচ্ছতা অভিযান আমরা তথা ইলামবাজার নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে ইলামবাজার জুড়ে শিক্ষক ও শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ একত্রিত হয়ে আমরা এই অভিযানে সামিল হয়েছি।


 এবং আগামী দিনে আমরা এই স্বচ্ছতা অভিযানকে সামনে রেখে আমরা এই লড়াই বা স্বচ্ছ অভিযান আমরা চালিয়ে যাব। সমাজ থেকে অপরিষ্কার এবং অপরিচ্ছন্নতা দূর করতে হবে এবং মানুষকে রোগ থেকে মুক্তি দিতে হলে। আগামী দিনে আমরা এই স্বচ্ছ অভিযানকে সফল করার চেষ্টা করছি,যাতে আরো বড় করে আমরা এ সচ্ছ অভিযানে সামিল হতে পারি এবং সমাজকে একটা  নতুন রূপ দিতে পারি। 


এইরকম নার্সিং ইনস্টিটিউট কলেজের পক্ষ থেকে স্বচ্ছ অভিযান করাতে এলাকাবাসী এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ ধন্যবাদ জানিয়েছেন।।

নবীনতর পূর্বতন