রূচর্চায় বেসনের জাদু, নামি - দামী পার্লারে প্রচুর টাকা খরচ না করে বেসন দিয়েই ঘরে বসে সেরে নিন রূপচর্চা

 


সাস্থ্য কথা : সেই মা ঠাকুমার আমল থেকেই রূপচর্চায় বেসন একটি অমূল্য সম্পদ হিসেবে পরিচিত। ক্লিনজার থেকে শুরু করে , ফেস স্ক্রাব এমনকি ফেস প্যাক ও বেসন দিয়েই বানিয়ে ফেলতে পারেন। বেসন ত্বকে ব্রণ , দাগ-ছোপ কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ।  অনেকের ত্বকে ভারী কেমিক্যাল সুট করতে চায় না , আবার অনেকে প্রচুর খরচের কথা ভেবে  পার্লারে যেতে চান না । বেসন দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করলে , ত্বক যেমন রাগী কেমিক্যাল এর হাত থেকে রক্ষা পায় , তেমন খরচ বলতে গেলে পরে শূন্য শতাংশ । কারণ প্রায় সকলের রন্নঘরেই বেসন থাকে । আর না থাকেলও যে কোনো মুদি দোকানে তা মাত্র ১১টাকায় পাওয়া যায় । 

    

           চলুন জেনে নিই বেসান দিয়ে  কিছু ফেস প্যাক তৈরি করার পদ্ধতি।  যা নিয়মিত ব্যাবহার করলে খুব ভালো ফল পাবেন । 



১) প্রখর রোদের সান টানিং এর হাত থেকে মুক্তি পেতে , এবং ত্বকের লুকিয়ে থাকা জ্বেল্লা আবার ফিরিয়ে আনতে ব্যাবহার করুন এই ফেস প্যাক টি -  একটু বেসন , ১ চামচ মতো টক দই এবং পরিমাণ মতো হলুদ । এই তিনটি উপাদানকে ভালো ভাবে মিশিয়ে একটি ঘনো প্যাক তৈরি করুন । প্যাকটি মুখে , ঘাড়ে, হাতে, পায়ে যেখানে আপনার টান্নিং এর প্রবলেম রয়েছে,  সেইখানে লাগিয়ে প্রায় আধ ঘণ্টা রেখে , ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন । এই ফেস প্যাক টি রোজ ব্যাবহার করলে আপনি এক সপ্তাহের মধ্যে ফল চোখে দেখতে পাবেন । 



২)  নির্জীব ও শুকনো ত্বকে হারিয়ে যাওয়া জ্বেল্লা ফিরিয়ে আনতে ব্যাবহার করুন - ২ থেকে ৩ টেবিল চামচ বেসন  , ১ টেবিল চামচ গোলাপ জল , একটু অ্যালোভেরা ( যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে তারা সেটাই ব্যাবহার করতে পারেন , না থাকলে যেকোনো ভালো অ্যালোভেরা ক্রিম ইউজ করুন ) আর ৩ থেকে ৪ টি কেশর ( কেশর না থাকলে বাদ দিতে পারেন ) । এই সব কটি উপদান ভালো ভাবে মিশিয়ে নিয়ে মুখে , ঘাড়ে , হাতে পায়ে লাগিয়ে প্রায় ১০ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন । তারপরে ঠান্ডা জলের সাহায্যে এটি ধুয়ে ফেলুন । মাত্র কিছুদিন ব্যাবহার করলে আপনার ত্বক ঝকঝক করবে । 




৩) মুখে ব্রনের দাগ ছোপ কমাতে ও ত্বককে পরিষ্কার রাখতে তৈরি করুন বেসনের এই  ফেস প্যাকটি । এর জন্য লাগবে - বেসন , গোলাপ জল , ও জবা ফুলের পাউডার । এই তিনটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন । পেস্টটি আপনার মুখে , গায়ে , হাতে পায়ে লাগিয়ে প্রায় ১০ থেকে ২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন । 

   



       বেসন যেহেতু ঘরোয়া এবং ভেষজ উপাদান তাই এর কোনো সাইড এফেক্ট নেই । আপনার স্কিন যে টাইপেরই হক না কেনো বেসন অনায়াসে সুট করে যাবে । অল্প সময়ে পুজোর আগে নিজের ত্বককেও এবার সুন্দর করে সাজিয়ে তুলুন বেসন এর সাহায্যে ।

নবীনতর পূর্বতন