নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : কাঁকসা ব্লকের ৬৩ টি পুজো কমিটির হাতে রাজ্য সরকারের অনুদানের চেক প্রদান করা হলো। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ কাঁকসা হাটতলা মহিলা পরিচালিত 'আন্তরিক দুর্গাপূজা কমিটির সদস্যদের হাতে এদিন রাজ্য সরকারের অনুদানের ৭০ হাজার টাকার চেক তুলে দেন কাঁকসা এসিপি সুমন কুমার জাসওয়াল কাঁকসা থানার আধিকারিক মিহির দে সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন রাজ্য সরকারের গাইডলাইন মেনে কাঁকসা ব্লকের সমস্ত পুজো কমিটি গুলি কে পুজো করার আবেদন জানানো হয়েছে।কোনরকম শব্দবাজি ব্যবহার না করে সকলকে আনন্দে মেতে ওঠার জন্য সচেতন করা হয়।
তিনি জানিয়েছেন কাঁকসা ব্লকের ৬৩ দিন পূজো কমিটির হাতে তারা রাজ্য সরকারের অনুদানের চেক তুলে দিয়েছেন।কাঁকসা হাটতলা আন্তরিক মহিলা পরিচালিত দূর্গাপূজা কমিটির সম্পাদিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্য সরকারের অনুদানের চেক পেয়ে তারা অত্যন্ত খুশি।
সরকারের কাছ থেকে পাওয়া অনুদানে তারা জাঁকজমক করে পুজোর আয়োজন করতে পারবেন।