জীর্ণ সড়কের কারণে মেরামতের দাবিতে ঘণ্টার পর ঘণ্টা এই রুটে চলাচলকারী বাস বন্ধ করে বিক্ষোভ

 


 সত্যনারায়ণ সিং, পশ্চিম বর্ধমান :  জাদুদাগা মোড়ের কাছে জরাজীর্ণ রাস্তা মেরামতের দাবিতে, জামুদিয়া থেকে রানীশ্যার হয়ে রাণীশ্যার যাওয়ার প্রধান সড়ক, মিনি বাস চালকরা আজ সকাল থেকে এই রুটে চলাচলকারী সমস্ত বাস চলাচল বন্ধ করে এবং তাদের সমস্ত বাস সড়কেই বন্ধ করে দেয়। ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ করে।


 বাস দাঁড় করিয়ে।বাস চলাচল বন্ধ থাকায় এলাকার মানুষকে চরম সমস্যায় পড়তে হয়।


 জামুদিয়া থেকে রানীশ্যার মোড় পর্যন্ত সড়কটির বেহাল দশা।রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় রাস্তার অবস্থা বেহাল।


 একটি পুকুর.  এমনকি রাস্তার পিচের আস্তরণও উপড়ে যাওয়ায় বড় বড় পাথর রাস্তায় উঠে এসেছে।  গত ছয় মাস ধরে জামুদিয়া সড়কের অবস্থা খুবই খারাপ থাকায় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুফল পাননি জামুদিয়া বিধানসভা এলাকার বাসিন্দারা।আজ সকালে মিনি বাসটি জামুদিয়া থেকে রাণীগঞ্জ যাওয়ার সময় পাশেই আটকে যায়।



 যাদুডাঙ্গার মোড়।পাশে জরাজীর্ণ রাস্তার কারণে বাস উল্টে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হলেও বাসের চালক কোনোমতে বাসটিকে নিয়ন্ত্রণ করেন।  এরপর জামুদিয়া রুটের সকল বাস অবরোধ করে বিক্ষোভ করা হয়।জামুদিয়া থানা পুলিশ ও ট্রাফিক ইনচার্জ ঘটনাস্থলে পৌছালেও সকল বাস চালকরা রাস্তা নির্মাণে অনড় থাকলেও লোকজন রাজি হননি।


একই বরোর চেয়ারম্যান শেখ মো. , ঘটনাস্থলে পৌঁছে দুই দিনের সময় চাওয়া হলে সব বাস চালক সেখান থেকে বাস সরিয়ে নিলেও এ রুটে চলাচলকারী সব মিনি বাসের চলাচল দুই দিন বন্ধ থাকবে।

নবীনতর পূর্বতন