দুর্গাপূজো উপলক্ষে দুঃস্থদের মধ্যে পোশাক এবং খাদ্য সামগ্রী বিতরণ

 

পার্থ ঝা,মানিকচক : উৎসবকে সর্বজনীন করার এক টুকরো প্রয়াস। যেকোনো উৎসব তখনই সার্বজনীন ও আনন্দময় হয় যখন সমাজের বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটে ওঠে। বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই উৎসবে দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন চিকিৎসক ডাক্তার আব্দুল নিস্তার। হাজী মোহাম্মদ কুতুবউদ্দিন ও হাজিায়ান ফাতেমা বিবির স্মৃতির উদ্দেশ্যে ও ডক্টর নিস্তার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোসাইটির উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ হয়ে গেল আজ রবিবার। 


মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর মোহনা এলাকায় নার্সিংহোম থেকে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করা হলো। আনুমানিক পাঁচ হাজার অধিক মহিলা, পুরুষ ও শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। মালদা জেলার সমস্ত ব্লকগুলির মধ্যে চুয়াল্লিশটি গ্রামের দুস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় ডক্টর নিস্তার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোসাইটির উদ্যোগে।


স্থানীয় বাসিন্দা তথা এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার বলেন 'দীর্ঘদিন ধরে শুনে আসছি ডক্টর নিস্তার দুস্থদের পাশে থাকেন। শুধু দুর্গাপূজা নয় পবিত্র ঈদ উৎসবে দরিদ্রদের পাশে খাদ্য ও বস্ত্র নিয়ে পাশে দাঁড়ান। পাশাপাশি ২৫ ডিসেম্বর বড়দিন উৎসব উপলক্ষে দুস্থদের কম্বল দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।'


স্থানীয় বাসিন্দা ও শিক্ষক হাসিউর রহমানের বক্তব্য " ডক্টর আব্দুল নিস্তার ও ডক্টর নিস্তার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফে হাজার হাজার মানুষ উপকৃত হয়। আমরা আগামীতেও আশা রাখবো আরো বেশি মানুষ যাতে উপকৃত হন। এখানে চক্ষু সংক্রান্ত সমস্ত রোগের চিকিৎসা বিনামূল্যে করা হয়।"


খাদ্য ও বস্ত্র সামগ্রিক গ্রহণকারী সুধা ঘোষ ও বিষু মন্ডল বলেন ডঃ আব্দুল মিস্তার ও উনার সোসাইটির দ্বারা আমাদের মতো অসহায় হাজার হাজার মানুষ উপকৃত হয়। উনার অবদান অনস্বীকার্য। ডঃ আব্দুল নিস্তারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।'

নবীনতর পূর্বতন