রূপনারায়ণপুরে মদ চোরাচালানীদের বিরুদ্ধে পুলিশের অভিযান

 

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান :  মদ পাচারকারীদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করে রূপনারায়ণপুর পুলিশ।  বুধবার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১০০০ বোতল দেশি-বিদেশি মদসহ ঘটনাস্থল থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।  


গোপনে খবরের ভিত্তিতে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাড়ি ইনচার্জ মাইনুল হকের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় ফাড়ি এলাকার আল্লাদিহ পঞ্চায়েতের অন্তর্গত দোমদোহ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক হাজার টাকা ও মদের বোতল উদ্ধার করে ।  


পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করেছে, নাম চন্দন দাস (২৫) বলে জানা গেছে।  যিনি জামতারা থানার মিহিজাম রামু খাতল এলাকার বাধী পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।  


সূত্রের খবর, দুর্গাপূজাকে সামনে রেখে বাড়িতে বড় আকারে অবৈধভাবে মদ মজুত করা হচ্ছিল এবং এখান থেকে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও বিহারেও সেবন করা হচ্ছিল।  ধৃত যুবককে মদ পাচারকারীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে একই পুলিশ।  সূত্রের খবর, বাড়ির মালিককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

নবীনতর পূর্বতন