নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জামুরিয়া থানার শ্রীপুর ফাড়ি এলাকায় অবস্থিত শিবডাঙ্গা কালালির কাছে মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে শ্রীপুর ফাড়ি। শ্রীপুর ফাড়ির ইনচার্জ শেখ রিয়াজউদ্দিনের নেতৃত্বে রবিবার বিকেলে শিবডাঙ্গা থেকে ফাঁদ বিছিয়ে তিনজনকে আটক করা হয়, যাদের নাম মোহাম্মদ আমরুদ্দিন (৫৫), নেনগা আজাদ নগর বাসিন্দা, রাজু নোনিয়া (২০) নিনহা তাজ বিল্ডিং। , সন্তোষ কুমার পাসওয়ান (৩০) নিংহা সবজি বেল্টের বাসিন্দা।
শ্রীপুর ফাড়ির পুলিশ অনেক দিন ধরে এই তিনজনকে নজরদারি করছিল।সূত্রের থেকে পুলিশের কাছে খবর ছিল এই তিনজন মাদক চোরাচালান ও মাদক সরবরাহের সাথে জড়িত। এই তিনজন সকালে পাণ্ডেশ্বর থেকে মাদক নিয়ে যায়।পুলিশ। পাণ্ডেশ্বর থেকে এসে তাদের অনুসরণ করতে থাকে, তাদের ওপর নজরদারি রাখতে থাকে।এর পর পুলিশ ইতিমধ্যেই শিবডাঙায় ফাঁদ ফেলেছিল।এই তিনজন পাণ্ডেশ্বর থেকে মাদক এনে শিবডাঙায় ক্রেতাদের কাছে বিক্রি করত এবং এখানেই তা হল। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, দু-একজনকে ধরেছে।
চার চাকার গাড়িটি জব্দ করা হয়েছে, যার নম্বর WB 38AG 9334। পুলিশ এই চার চাকার গাড়ির দুটির ট্রাঙ্ক থেকে মাদক জব্দ করেছে। ঘটনাস্থলে পুলিশ একটি ওজনের স্কেল নিয়ে এসে মাদকের ওজন করেছে, যার ওজন সাড়ে ১২ গ্রাম পাওয়া গেছে।সূত্রে জানা গেছে, দাম প্রায় ১ টাকা। বলা হচ্ছে প্রায় লক্ষাধিক টাকা, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকেই আটক করে শ্রীপুর ফাড়িতে নিয়ে যায়, পুলিশ চেষ্টা করবে। এই তিনজনের কাছ থেকে কাদের কাছে মাদক সরবরাহ করত এবং তাদের সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে হবে।
একই অনুষ্ঠানে ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ঊষা পাসওয়ানের প্রতিনিধি দলের সদস্য ভোলা পাসওয়ান বলেন, আমরা খবর পেয়েছি তিনজনকে মাদকসহ আটক করা হয়েছে।আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি তিনজনকে মাদকসহ আটক করা হয়েছে। মাদক, শ্রীপুর ফাড়ির ইনচার্জ শেখ রিয়াজউদ্দিনকে গ্রেফতার করেছে, এটা খুবই প্রশংসনীয় কাজ, এসব মাদকের কারণে নিংঘার অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে যাচ্ছিল, মাদকের কারণে নিংঘার প্রায় তরুণ প্রজন্ম বিলুপ্তির পথে।
একজন মানুষ একবার মাদকাসক্ত হয়ে পড়লে সে তা শেষ করে তাকে ছেড়ে দেয়।নিংঘায় মাদকের সাথে জড়িত অনেক মানুষ আছে। একইভাবে পুলিশকে ব্যবস্থা নিতে হবে এবং তাদের ধরতে হবে এবং এর সম্পূর্ণ অবসান ঘটাতে হবে।কয়েকদিন আগে আমরা শ্রীপুর ফাড়ির ইনচার্জকে এ বিষয়ে জানিয়েছিলাম যে নিংঘা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করতে হবে।
শ্রীপুর ফাড়ি পুলিশ আজ ব্যবস্থা নিয়ে তিন জনকে গ্রেফতার করেছে।এই কর্মকান্ডে জনসাধারণ খুবই খুশি।এ সময় উপস্থিত ছিলেন সিআই সুশান্ত বন্দোপাধ্যায়, শ্রীপুর ফাড়ি ইনচার্জ শেখ রিয়াজউদ্দিন, এএসআই মুকুল মন্ডল।