রানীগঞ্জ ইসিএল এর কোনুস্তাদিয়া এলাকার নারায়ণকুড়ি ওসিপি তে ধস নামায় বহু মানুষের চাপা পড়ে যাওয়ার আশঙ্কা

 


 নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : ইসিএলের কুনুস্তদিয়া এলাকায় নারায়ণকুড়ি ওসিপির আওতাধীন কয়লা চুরির সময় ধসে অনেকের চাপা পড়ে যাওয়ার আশঙ্কা, এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা।


  জানা গেছে, বুধবার সন্ধ্যায় রাণীগঞ্জ থানাধীন ইসিএলের নারায়ণকুডি ওসিপিতে আকস্মিক ভূমিধসে কয়লা চুরি করতে যাওয়া কয়েকজন লোক চাপা পড়ে যাওয়ার খবর পেয়ে আশপাশের এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। 


 ঘটনার খবর পেয়ে পুলিশসহ বিপুল সংখ্যক গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছায়।  এ সময় ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের গ্রামবাসীরা ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।  এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।


 কয়লা চুরি করতে কয়েকজন লোক ওসিপিতে ঢুকেছিল বলে জানা গেছে।  এরপর হঠাৎ ওসিপির একটি অংশ ভেঙে পড়ে।  যেখানে কয়লা চুরি করতে যাওয়া গ্রামবাসীরা আটকে পড়ার আশঙ্কা করছেন।  এর মধ্যে দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


 ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন গ্রামবাসীরা।  তবে পুলিশ বা ইসিএলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে নিশ্চিত করা হয়নি। 


 বর্তমানে ওসিপিতে ব্যাপক মানুষের ভিড় জমেছে।  এ খবর লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

নবীনতর পূর্বতন