নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : আসানসোল জেলা বিজেপি মহিলা মোর্চার সভাপতি রেখা ভট্টাচার্যের নেতৃত্বে, কামদুনি ধর্ষণ হত্যা মামলার অভিযুক্তদের মুক্তির প্রতিবাদে বুধবার নিয়ামতপুরে পথসভার আয়োজন করা হয়। বলা হয়, কামদুনি ধর্ষণ ও হত্যা মামলায় রাজ্য সরকারি পুলিশের ভূমিকা ছিল খুবই দুর্বল। আজ থেকে ১০ বছর আগে এই ধর্ষণ হত্যাকাণ্ডে রাজপথ থেকে বিভিন্ন জেলায় কামদুনি মামলার বিচারের দাবিতে পশ্চিমবঙ্গের সব নেতা-বুদ্ধিজীবী।
বর্তমান অবস্থা এমন যে, এই মামলার সমস্ত আসামিদের মুক্তির প্রতিবাদে মেয়েটির পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা কামদুনি ইস্যুতে প্রতিটি জেলায় পথসভা করছে এবং প্রতিবাদ করছে। নিয়ামতপুরের এই পথসভায় মহিলা জেলা সভানেত্রী রেখা ভট্টাচার্য, জেলা মহিলা সাধারণ সম্পাদক রূপা দাস, সহ-সভাপতি প্রেম লতা শর্মা, রাজ্য বিজেপি নেতা বিবেকানন্দ ভট্টাচার্য, কুলটি মণ্ডল ৩ সভাপতি অমর প্রসাদ, কুলটি বিধানসভা যুব নেতা কাম সহ-সভাপতি টিঙ্কু ভার্মা, সহ-সভাপতি। সভাপতি কাজল দাস, সহ-সভাপতি কবি সিং, সাধারণ সম্পাদক অনিমেষ মাঝি, জেলা সদস্য মহেশ সিং, সহ-সভাপতি দিলীপ গুপ্ত, লক্ষী হাসদা, ভীম হাদি, সভাপতি সত্যজিৎ দাস সহ বিপুল সংখ্যক মহিলা উপস্থিত ছিলেন।