জয়ন্ত মন্ডল, বীরভূম : ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলে ছোটো চক তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির পরিচালনায় এক চক্ষু শিবির ক্যাম্প আয়োজিত করা হলো। এই ক্যাম্প আই কিউ সিটি মেডিকেল কলেজ ও জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহযোগিতায় আয়োজিত হয়। উপস্থিত ছিলেন কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আজিজুল হক, চক্ষু বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তার সৌরভ মুখার্জী, জয়দেব অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার সেখ সাত্তার ও ছোটো চক বুথ কমিটির সদস্যবৃন্দরা।
এই চক্ষু পরীক্ষা শিবির ক্যাম্প আধুনিক যুগের বিভিন্ন পরিকাঠামোর মাধ্যমে করা হবে বলে জানা গেছে।এই চক্ষু পরীক্ষা শিবির কেন্দ্রে সাধারণ এবং দরিদ্র মানুষের বিনামূল্যে সমস্ত রকমের সুবিধা এবং সুযোগ ও সাহায্য দেওয়া হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আজিজুল হক জানান শুধুমাত্র ১৫০ টাকা বিনিময়ে চক্ষু ছানি অপারেশনের সুব্যবস্থা করা হবে বলে জানা গেছে।এবং কোন রোগীর যদি চোখ অস্ত্র পাচার মাধ্যমে সুস্থ করতে হয় তার সুব্যবস্থা ও করে দেবে বলে জানা গিয়েছে।
এইরকম সমাজসেবী মূলক কাজ করার জন্য সাধারণ মানুষ ও এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন। আইকিউ সিটি মেডিকেল কলেজ থেকে আসা অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার তিনি একের পর এক রোগীদের সাথে মত বিনিময় করে, তাদের চোখ নিয়ে সুবিধা অসুবিধা আলোচনা করে।
এবং সাধারণ মানুষদের চোখ নিয়ে একটা সুখ পরামর্শ ডাক্তারবাবু তরফ থেকে দেওয়া হয়।ডাক্তারবাবু এই চক্ষু শিবির ক্যাম্পে নিষ্ঠার সাথে সেবা করেন। এর থেকে বোঝা যায় সমাজসেবী মূলক কাজ আজও বর্তমান আছে। এত সুন্দর সমাজ সেবামূলক কাজ সাধারণ মানুষের সামনে এবং বাড়ির দরজায় এনে দেওয়ার জন্য এলাকাবাসী এবং গ্রামবাসী ধন্যবাদ জানিয়েছেন।।