জয়ন্ত মন্ডল, বীরভূম : ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী মাননীয় চন্দ্র সিনহার আগমনে এই দুর্গা পুজো শুভ সূচনা হয়।সপ্তমীর দিন সকালে ঐতিহ্যবাহী প্রথা মেনে ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের সন্তোষপুর সর্বজনীন দুর্গা পুজো কমিটি সহ গ্রামবাসী একসাথে নবপত্রিকা স্নানের শোভাযাত্রা বার করল।
গ্রাম থেকে অজয় নদ এটা গঙ্গা নামেই খ্যাত,নবপত্রিকা স্নান ও ঢাক সহযোগে বিশাল এই শোভাযাত্রা দেখতে প্রচুর মানুষ জন এই শোভাযাত্রায় পা মেলান।সপ্তমীর সকালে এই শোভাযাত্রা দেখতে এলাকায় আশেপাশের গ্রামের মানুষও শামিল হন। এই সর্বজনীন দূর্গা পূজা গত পাঁচ বছর ধরে মহাসমারহে হয়ে আসছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুজো কমিটির সম্পাদক গণেশ মণ্ডল তিনি জানান আমাদের এই পুজো আমাদের গ্রাম তথা সন্তোষপুর গ্রামবাসীর এক গর্ব ও দীর্ঘ প্রতীক্ষার ও নির্ভীক পরিশ্রমের প্রচেষ্টায় আমরা এই পুজো করতে পেরেছি। এই পুজোকে কেন্দ্র করে আমরা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চাই,আমাদের ক্ষুদ্র গ্রাম হলেও কোন অনুষ্ঠানে বা পুজোয় পিছিয়ে নেই।তবে আশা রাখছি, আগামী দিনে ও এর থেকেও ভালো করার চেষ্টা করব। এই পুজোয় থিম ছিল গ্রাম বাংলার সবুজ আয়ন।
সর্বজনীন দুর্গাপুজো প্রশাসনিক সমস্ত নিয়মনিধি মেনে আমরা এই পূজো প্রত্যেক বছর চালিয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনুদান এর জন্য আমরা পুজো কমিটি এবং ক্লাবের পক্ষ থেকে আবেদন করেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি আর্থিক অনুদান পাইনি। তবে আশা রাখছি আগামী দিনে আমরা সরকারি অনুদান পাব এবং এই সর্বজনীন দুর্গাপূজাটি কে আরো সুন্দরভাবে আলোকসজ্জা সহ প্যান্ডেলে নতুন রূপে সাজিয়ে তুলতে পারব।। দুর্গাপূজো প্রতিমা সহ প্যান্ডেল আলোকসজ্জা দেখে সন্তোষপুর গ্রামবাসী ও এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন।।