স্বপ্নাদেশই আজ থেকে শুরু নিমনগরের দুর্গাপূজা

 

পার্থ ঝা, মানিকচক : মহালয়ার পরেই পিতৃপক্ষের অবসান শুরু দেবীপক্ষের। সাধারণত শরৎকালের দুর্গাপূজা শুরু হয় ষষ্ঠী তিথি থেকে নবমী পর্যন্ত এবং দশমীর দিন মা ফিরে যান দেবলোকে। 


আবার কোথাও কোথাও প্রতিপদ থেকে নবরাত্রি পালন শুরু হয়। মানিকচক থানার মথুরাপুর নিমনগর ঘোষপাড়া এলাকায় এবছরই শুরু হল নবরাত্রি পালন। শাস্ত্র বিধি মেনে সকাল সকাল ফুলহর নদী থেকে ১০৮ কলস গঙ্গাজল মহিলারা মাথায় করে নিয়ে এসে পূজা অর্চনায় মেতে ওঠেন।

পুরোহিত মানব আচার্য ও স্বপনকুমার আচার্যের মন্ত্র উচ্চারনে মুখরিত হয়ে ওঠে মাতৃ মন্দির ,সাথে ভক্তদের উলুধ্বনি শঙ্খ ধ্বনি ও ঢাক ঢোলে মাতৃ আরাধনা চলতে থাকে। তবে কিভাবেই এই পুজোর সৃষ্টি? এলাকাবাসীরা জানান এলাকারই যুবক বিফল মণ্ডলের স্বপ্নাদেশে মায়ের পুজো শুরু এলাকায়। 


আজ থেকে টানা ন- দিন চলবে মাতৃ আরাধনা।এর আগে ওই এলাকায় কোন দুর্গাপূজা হত না তবে এ বছর এরকম আয়োজন পেয়ে খুশি এলাকাবাসী। দূর-দূরান্ত থেকে আসতে শুরু করেছে ভক্তরা।

নবীনতর পূর্বতন