জেনে নিন ডুয়ার্সের কিছু অজানা অপূর্ব সুন্দর টুরিস্ট স্পট।
ভ্রমণ কথা : একপাশ দিয়ে বয়ে গেছে মূর্তি নদী অপরপাশে রয়েছে সবুজ ঘনো জঙ্গল । মূর্তি নদীর তীরে অবস্থিত এই আইল্যান্ডটি হলো ডুয়ার্স , পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম । বেশিরভাগ ক্ষেত্রে সামসিং ঘুরে ফেরার পথে অনেকেই এক রাত কাটিয়ে যান এই পর্যটন কেন্দ্র থেকে। শীত , গ্রীষ্ম ,বর্ষা যেকোনো সময় আপনি এখানে অনায়াসে ঘুরতে যেতে পারেন । কংক্রিটের জঙ্গল থেকে একটু সস্তির নিশ্বাস ফলার আদর্শ স্থান হলো এই ডুয়ার্স ভূমি। সবুজের মধ্যে নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়ার সেরা সস্থান । কিন্তু পাহাড়ের হার কাপানো ঠান্ডা নেই এখানে । যারা একটু শীতকাতুরে তাদের তাই চিন্তার কোনো কারণ নেই । পাশাপাশি এখানে যেতে গেলে পকেটে খুব বেশি টান পরে না ।
ডুয়ার্সের জনপ্রিয় ডেস্টিনেশন বলতে ঝালং, বিন্দু, মূর্তি, গরুমারা, জলদাপাড়া ইত্যাদি। তবে, যত দিন যাচ্ছে ডুয়ার্সেও বাড়ছে অফবিট ডেস্টিনেশন। জেনে নিন ডুয়ার্সের এরকম কিছু অপরিচিত স্থানের নাম ।
১) ডালগাঁও : ডালগাঁও ডুয়ার্সে অবস্থিত ছোট্টো সুন্দর একটি গ্রাম । শান্ত আবহাওয়া সম্পন্ন এই জায়গাটি প্রকৃতিপ্রেমী দের জন্য একদম উপযুক্ত । তবে এই গ্রামে টুরিস্টদের যাতায়াত তুলনা মূলক কম । গ্রামটির মূল আকর্শন হলো সুন্দর সুন্দর কাঠের ঘর যার ধরে রয়েছে পাইন গাছ এবং বিভিন্ন ফুলের গাছ । এলাকাটি সমসময় ফুলে ভরে থাকে । এখানকার আরো একটি মূল আকর্ষণ হলো "ডালগাঁও ভিউ পয়েন্ট" । যা সমুদ্র থেকে প্রায় ২৫০০ ফিট উঁচুতে অবস্থিত ।
২) ঝালং : জলঢাকা নদীর তীরে অবস্থিত ঝালোং নমের এই ট্যুরিস্ট স্পটটি । মালবাজার থেকে ঝলং এর দূরত্ব প্রায় ৪৩ কিলোমিটার । হুনিয়া থেকে চাপরামারি মোড়ের মধ্যে দিয়ে ঝলং এ যাবার জ যাত্রাপথ অসম্ভব সুন্দর ও মনোমুগ্ধকর । এই ঝালং মার্কেটেই রয়েছে কমলালেবুর বাগান । যেখান থেকে আপনারা কমলালেবু কিনতেও পারবেন । আর এখানকার কমলালেবু খুবই সুস্বাদু এবং সস্তা ।
৩) বিন্দু : শিলিগুড়ি থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে জায়গাটি অবস্থিত । মালবাজার থেকে ৪৮ কিলোমিটার এবং ঝালং থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার মালবাজার থেকে এই জায়গায় আসার সময় আপনরা রাস্তার ২ পাশে সুন্দর চা বাগান দেখতে পাবেন । এই জায়গাটিতে প্রতি বৃহস্পতি বার বাজার বসে , যেখানে এলাচ , কমলালেবু , কলা , ভুট্টা , এসব খুবই সস্থায় পাওয়া যায় এবং এগুলি খুবই ভালো মানের হয় । এছাড়াও আপনারা এখানে এসে অনেক সুস্বাদু খাবার ট্রাই করতে পারেন ।
৪) ঝালং , কুমাই : ডুয়ার্সের একটি অজানা ট্যুরিস্ট স্পট হলো কুমাই । ঝালং এবং বিন্দু এর কাছাকাছি অবস্থিত এই জায়গায় পাহাড় ও ঘনো জঙ্গল এর সাথে রয়েছে সুন্দর ও সাজানো চা বাগান । আপনারা যদি শান্ত ,নিরিবিলি , গ্রাম্য পরিবেশ পছন্দ করেন তাহলে এই জায়গাটি আপনাদের জন্য একদম উপযুক্ত । এখানে গেলে আপনারা "হ্যালি ভিউ পয়েন্ট" অবশ্যই ঘুরে দেখবেন ।
৫) সামসিং : ওয়েস্টার্ন ডুয়ার্স এলাকার সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হলো সামসিং । মালবাজার থেকে এই জায়গাটির দূরত্ব প্রায় ২৪ কিলোমিটার । এই অঞ্চলের মধ্যে দিয়ে বয়ে গেছে মূর্তি নদী , যা এই অঞ্চলের সৌন্দর্যকে আরো শতাধিক বাড়িয়ে তুলেছে । এখানে এই অঞ্চলের সব থেকে ভালো মানের কমলালেবু পাওয়া যায় ।
তাহেল আর বেশি চিন্তা , ভাবনা না করে , এই বারের শীতের ছুটিতে সপরিবারে ঘুরে আসুন এই অপরূপ সৌন্দর্যের সিংহাসনে বিদ্যমান ডুয়ার্স অঞ্চল কে ।