দেশবন্ধু ভবনে মহিলাদের ও বাচ্চাদের নতুন বস্ত্র বিতরণের এক বিশাল অনুষ্ঠানের আয়োজন


 নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : শীর্ষক ফাউন্ডেশনের উদ্যোগে মহালয়ার পূর্ন তিথিতে দুর্গাপুরের দেশবন্ধু ভবনে মহিলাদের ও বাচ্চাদের নতুন বস্ত্র বিতরণের এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । এদিনের অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করতে  উপস্থিত ছিলেন অনিরুদ্ধ রায় চৌধুরী , ধৃতী ব্যানার্জি জালান, জগবন্ধু মজুমদার ,  ডক্টর লোপামিতা, ডক্টর উদয়ন চৌধুরী সহ সমাজের বিশিষ্ঠ মানুষজন ।

 আজকের এই অনুষ্ঠান থেকে ৫৩০ জন মহিলা কে নতুন সারি ও বাচ্চাদের নতুন জামাকাপড় প্রদান করা হয় । সংস্থার সেক্রেটারি সঞ্জয় সাহু বলেন তারা প্রতিবছর এই রকম অনুষ্ঠান করে থাকেন এবং ভবিষ্যতে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর বার্তাও দেন তিনি । 

এছাড়া সংস্থার চেয়ারম্যান রিংকু দাস জানান  বর্তমানে তারা বিনামূল্যে বাচ্চাদের পড়াশুনা করানো থেকে শুরু করে মহিলাদের আর্থিক দিক দিয়ে আত্মনির্ভর করার জন্য ধুপ তৈরির প্রকল্পে কাজ করছেন । তাছাড়াও পরিবেশকে দূষণ মুক্ত করতে বছরের বিভিন্ন সময়ে তারা নিয়মিত ভাবে বৃক্ষ রোপণ করছেন । এবং প্রতি সপ্তাহে একদিন একশো জন পিছিয়ে পরা মানুষের কাছে দুপুরের খাবার পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করছেন ।

নবীনতর পূর্বতন