বৃষ্টির মধ্যে মাইথন এবং পাঞ্চেত থেকে ৯০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে, রাজ্যের উপকূলীয় অঞ্চলে উচ্চ সতর্কতা

 

 নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : প্রতিবেশী ঝাড়খণ্ড সহ রাজ্যে লাগাতার ভারি বর্ষণে দামোদর নদ-সহ অন্যান্য নদ-নদীতে জলাবদ্ধতা রয়েছে।  যার জেরে পাঞ্চেত ও মাইথন বাঁধের জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।এর পর ডিবিআরআরসির তত্ত্বাবধানে মঙ্গলবার সকাল ১১টার দিকে মাইথন বাঁধের জলস্তর রেকর্ড করা হয়েছে ৪৮৭.৪০ ফুট এবং পাঞ্চেত বাঁধের জলস্তর রেকর্ড করা হয়েছে ৪১৪.৮০ ফুট।  


এর পরে আইটিহাটন মাইথন বাঁধ থেকে ৩০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৬০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।  মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার মনোরম দৃশ্য উপভোগ করতে স্থানীয় লোকজন সহ পর্যটকরা বাঁধ এলাকায় পৌঁছেছেন। 


 আমরা আপনাকে বলি যে গত সোমবার মাইথন এবং পাঞ্চেত থেকে প্রায় ১ লক্ষ ৩০ হাজার কিউসেক জল নিচু এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।  তবে প্রশাসনের মতে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।  গত রবিবার থেকে মাইথন এবং পাঞ্চেত থেকে ব্যাপকভাবে জল ছাড়ার পরে, রাজ্যের নিচু এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।  


এত বড় পরিসরে পানি ছাড়ার পর দামোদর নদীর তীর ও ভাটির সব গ্রাম তলিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়েছে।  এরপর পরিস্থিতি সামাল দিতে উপকূলীয় এলাকায় তৎপর প্রশাসন।  ডিভিসি সূত্রে খবর, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।


আরো জানা গিয়েছে, নিম্নচাপের টানা বৃষ্টির জেরে দামোদর নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে বড়জোড়ার দামোদর নদের ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে এর ফলে বড়জোড়া, সোনামুখী ও পাত্রসায়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত।

নবীনতর পূর্বতন