নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানা পুলিশের একটি দল মদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকাই অবস্থিত ধানধড়ি গ্রামে রাতে ১২ জনকে জুয়া খেলতে গিয়ে হাতেনাতে ধরেফেলে । ধৃতদের কাছ থেকে নগদ টাকাও উদ্ধার করে।
অন্ডাল থানার পুলিশ জানিয়েছে যে গোপন সূত্রে খবর পেয়ে আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করি।তাদের কাছ থেকে নগদ ২৪,০০০ টাকার বেশি উদ্ধার করা হয়েছে। ইদানিং বেশ কিছুদিন ধরে অন্ডাল থানা এলাকায় জুয়ার ব্যবসা রমরমা হচ্ছে। জুয়া কারবারীরা যুবকদের ফাঁদে ফেলে এই ব্যবসায় প্রলুব্ধ করছে, কিন্তু দুর্গাপুজোর আগে অন্ডাল থানাও বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করে করে ১২ জনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে অন্ডালের বিভিন্ন এলাকায় মোটা টাকার বিনিময়ে শাসকদলের মদতে জুয়ার কারবার রমরমিয়ে চলছে এবং কালী পুজোর আগে এই সমস্ত লোকদের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় যাতে জুয়া খেলার লোকদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়।যেকোন ধরনের সমস্যার সম্মুখীন হলে তারা পূর্ণ নিরাপত্তা দেবে।
জানা গেছে, কাজোরা, সরসন দাগল, পরসকোল, মকসুদপুর, মুকুন্দপুর, সিডুলী, হরিপুর, অন্ডাল থানা এলাকার সরফি, লাভদোয়া শ্মশানসহ বিভিন্ন স্থানে নির্বিচারে চলছে জুয়ার ব্যবসা। লাভদোয়া থানার আওতাধীন মাঠ এবং তিলাবলী এলাকার পাণ্ডেশ্বর থানার ডিভিসি মোডের কাছের জঙ্গলে ইত্যাদি জায়গায় চলছে রমরমে জুয়ার কারবার।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে যে এরা ছোট দলের লোক। বড় জুয়া ব্যবসায়ীরা যারা জুয়া খেলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নেয় এবং তারাই সব জোগান দেয়। জুয়া খেলার জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এবং তাদেরও দাবি, কিছু ঘটলে প্রশাসনের কোনো ভয় নেই তাদের।
যদি ঘটে থাকে তবে তিনি তাদের সব ধরনের সহযোগিতা করবেন।এখন দেখার বিষয় অন্ডাল থানার পুলিশ কেমন করে স্টেশন জুয়া কারবারীদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।