নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে জামুরিয়া থানার পুলিশ গতকাল এবং আজ প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত রাত থেকে আজ পর্যন্ত জামুরিয়া থানা এলাকা থেকে প্রায় ৩০০ পেকেট অবৈধ নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
অবৈধ বাজি বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আতশবাজির ব্যবহার ব্যাপকভাবে দেখা যায় এবং আতশবাজি ব্যবহারের কারণে পশু-পাখির পাশাপাশি বয়স্ক ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়ে এবং এর সাথে বাতাসে বিষাক্ত গ্যাস দ্রবীভূত হয়। আতশবাজি বিক্রির লাইসেন্স দেওয়া হয় পরিবেশ দপ্তর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী।
জানা গেছে, এর আগেও গত কয়েক বছরে আসানসোল, রানিগঞ্জ এবং বার্নপুর এলাকা সহ বহু জায়গায় পুলিশ প্রশাসন বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজ বাজেয়াপ্ত করেছেন এবং অনেক জায়গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছেন। তবে এবার পুজোর আগে নিষিদ্ধ আতশবাজি ফোটার কারণে পরিবেশের কী পরিমাণ ক্ষতি হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশপ্রেমীরা। এখন দেখার বিষয় পরিবেশ রক্ষায় প্রশাসন কতটা সক্রিয় ভূমিকা গ্রহণ করবে।