বিজেপি পরিচালিত 'আপনা মাটি আপনা দেশ' কর্মসূচির বিষয়ে পুলিশ ও বিজেপি কর্মীরা মুখোমুখি

 


সত্যনারায়ণ সিং, পশ্চিম বর্ধমান : "আপনা মাটি আপনা দেশ" নাম কর্মসূচির অধীনে বুধবার আসানসোলে বিজেপির তরফে একটি মিছিল বের করা হয়।  পশ্চিম বর্ধমান বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পল সহ বিজেপির জেলা নেতৃত্ব এবং বহু কর্মী এই সমাবেশে উপস্থিত ছিলেন।




এই সমাবেশের পরিপ্রেক্ষিতে এই র‌্যালিটি আসানসোল দক্ষিণের কাছে পৌঁছলে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়াকড়ি করে।  এই মিছিলটি পুলিশ বাধা দেয়।বিজেপি নেতারা পুলিশের তৎপরতার প্রতিবাদ করলে পুলিশকর্মীদের সাথে বিজেপি কর্মী ও নেতাদের মধ্যে ধস্তাধস্তি হয়।




এর পর অগ্নিমিত্রা পল এর নেতৃত্বে বিজেপি কর্মীরা রাস্তায় বসে পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ প্রসঙ্গে বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, সাত দিন আগে বিজেপি প্রশাসনের কাছ থেকে এই কর্মসূচির অনুমতি নিয়েছিল কিন্তু পুলিশ তা বন্ধ করে দিচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেস আজ প্রতিবাদ করেছে। গতকাল খোদ পুলিশ বিক্ষোভের অনুমতি চেয়েছিল এবং পুলিশ তাদের এই অনুমতি দিয়েছে।অগ্নিমিত্র পালের অভিযোগ,পুলিশ তৃণমূল কংগ্রেসের দাসত্বে রয়েছে,পুলিশ তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের নির্দেশে কাজ করছে। 




কণ্ঠস্বরকে অনৈতিক বলে বিবেচিত হচ্ছে।তিনি আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৌশিক কুণ্ডুর কাছে জবাব চেয়েছেন যে কেন তার সমাবেশের অনুমতি চাওয়া হলেও কেন বন্ধ করা হচ্ছে।তিনি বলেন যেভাবে প্রধানমন্ত্রী দেশ আজ কথা বলছে। অবমাননা করা নিন্দনীয় কারণ তিনি সকলের প্রধানমন্ত্রী।অগ্নিমিত্রা পাল বলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের এই বর্বর আচরণের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানাবেন। অবশেষে পুলিশ অনেককে আটক করেছে। অগ্নিমিত্রা পাল সহ বিজেপির শীর্ষ নেতারা।

নবীনতর পূর্বতন