হাওড়া উলুবেড়িয়া : ছুটির দিন মানেই বাঙালির মন ছোটে পাহাড়, সমুদ্র এর দিকে , কিন্তু তা আর সবসময় সম্ভব হয় কই এই ব্যাস্ত শহরতলীর ক্লান্ত মধ্যবিত্ত বাঙালির ।
তবে এখন আর কোনো সমস্যা নেই কারণ হাওড়া জেলার বুকে খুলে গেছে বাংলার সেরা পর্যটন কেন্দ্র গড়চুমুক পর্যটন কেন্দ্র ৫৮ নম্বর গেট । যা ইতিমধ্যেই সেরা পিকনিক স্পট হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে । এই পর্যটন কেন্দ্রর মনোরম নর্মল পরিবেশ সমস্ত ক্লান্তি মেটাতে সক্ষম । তবে এখনকার মুল আকর্শন হতে চলেছে চিড়িয়াখানা বা "Mini Zoo" । যা সম্ভবত ১৭ই নভেম্বর এর মধ্যে সাধারণ জনগণের জন্য খুলে যাচ্ছে । বিশেষ সূত্র জানা গিয়েছে বিভিন্ন পশুপাখি , বাঘ , কুমির থেকে শুরুকরে এমনকি হরিণ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে । যা পর্যটকদের আরো আকর্ষিত করবে বলে আশাবাদী আধিকারিকরা।
কিভাবে যাবেন : হাওড়া রেল স্টেশন থেকে হাওড়া মেদিনীপুর গামী যেকোনো ট্রেন এ করে উলুবেড়িয়া স্টেশন নামতে হবে । সেখান থেকে অটো অথবা টোটো করে গড়চুমুক পর্যটন কেন্দ্র ৫৮ নম্বর গেট ।
ভাড়া: প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা , তবে পার্কিং ভাড়া হিসেবে মোটরসাইকেল এর জন্য ৩০ টাকা ও টলিভান এর জন্য মাত্র ৪০ টাকা বরাদ্দ করা হয়েছে ।
সাধ্যের মধ্যে সিদ্ধিলাভ এর এক অপূর্ব উদাহরন হলো এই পর্যটন কেন্দ্র। তবে আর দেরি কেনো একদিন রবিবার ছুটির দিন দেখে পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে না হয় চলুন একটু ঘুরেই আসা যাক গড়চুমুক পর্যটন কেন্দ্র 58 নম্বর গেট ।