বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যদের কোনরকম স্থান দেওয়া হয় নি বলে অভিযোগ


সুজিত ভট্টাচার্য্য, কাঁকসা : কাঁকসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আয়োজিত গ্রাম সভা মঞ্চে বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যদের কোনরকম স্থান দেওয়া হয় নি বলে অভিযোগ তুললেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য আনন্দ কুমার।

সোমবার বিকেলে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দাদের নিয়ে পানাগড় বাজার মিত্র সংঘ ক্লাব প্রাঙ্গণে গ্রাম সভার আয়োজন করা হয়।


এই সভায় উপস্থিত ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, উপপ্রধান উজ্জ্বল মল্লিক, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।


এদিন এলাকার মানুষের সমস্যার কথা শোনেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েতের কর্মীরা।
এদিন এই সভায় বিরোধী দলের পঞ্চায়েত সদস্য আনন্দ কুমার উপস্থিত থাকলেও তাকে মঞ্চে ডাকা হয়নি বলে তার অভিযোগ।


কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি পাল্টা দাবি করেন, বিজেপির মাত্র একজন পঞ্চায়েত সদস্য গ্রাম সভায় উপস্থিত হয়েছিলেন।
তাকে মঞ্চে বসার জন্য আবেদন জানানো হয়েছিল কিন্তু তিনি সভা মঞ্চে না বসে সভার বাইরে  ঘোরাঘুরি করেছেন।


কাঁকসা গ্রাম পঞ্চায়েতের কোনো দোষ নেই। এমনকি গ্রাম সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে গোটা এলাকায় মাইকে প্রচার করা হয়েছিল। বিজেপি শুধু অভিযোগ করতেই  ব্যস্ত। পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের পর প্রথমবার গ্রাম সভা অনুষ্ঠিত হয়।

যে সমস্ত উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে সেই সমস্ত কাজ যাতে দ্রুত শুরু করা যায় সেই বিষয়ে এলাকাবাসীকে নিয়ে সভা করা হয়। এলাকায় কি সমস্যা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সেই সমস্যা কিভাবে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নবীনতর পূর্বতন