এবার পূজায় কয়লা কোল ইন্ডিয়া এবং শ্রমিক সংগঠন গুলির সাথে চুক্তি অনুযায়ী বোনাস উপহার পাবেন কয়লা শ্রমিকেরা


নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : এবার দুর্গাপূজার সময় কয়লা শ্রমিকরা বোনাস হিসেবে উপহার পাবেন ৮৫ হাজার টাকা।  রবিবার দিল্লিতে কোল ইন্ডিয়া অফিসে কোল ইন্ডিয়া ব্যবস্থাপনা এবং শ্রমিক সংগঠনগুলির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। 


 বৈঠকে 2022-2023 সালে কয়লা শ্রমিকদের পূজা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।  এবার শ্রমিক সংগঠনগুলো এক লাখ বোনাস দাবি করলেও চুক্তি হয়েছে ৮৫ হাজার টাকায়।এছাড়া ২১ অক্টোবরের মধ্যে কয়লা শ্রমিকদের অ্যাকাউন্টে বোনাসের টাকা পাঠানোর বিষয়েও সম্মত হয়েছে, গত বছর ৭৬৫০০ টাকা বোনাস পাওয়া গেছে। 

ম্যানেজমেন্টের তরফে, বোনাস সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন, কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পিএম সাদা, ডিরেক্টর (অর্থ) দেবাশীষ নন্দা, পার্সোনেল ডিরেক্টর বিনয় রঞ্জন ছাড়াও বিসিসিএল সিএমডি সমীরণ দত্ত, ইসিএল পার্সোনেল ডিরেক্টর আহুতি সোয়াইন এবং অন্যান্য সহযোগী কয়লা সংস্থার কর্মী পরিচালকরা।
 শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে ছিলেন বিএমএস-এর সুধীর ঘুরদে, মাজরুল হক আনসারি, এইচএমএস-এর নাথুলাল পাণ্ডে, এসকে পাণ্ডে, AITUC-এর রমেন্দ্র কুমার এবং CITU-এর DD রামানন্দন প্রমুখ।
নবীনতর পূর্বতন