নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় ১০০ দিনের কাজ এবং বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া তহবিলের দাবিতে গত দুদিন ধরে কলকাতায় রাজভবনের সামনে ধর্নায় বসেছেন।
আগামী ৯ অক্টোবর সোমবার পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা এ নিয়ে ধর্নায় অংশ নেবেন। এই বিষয়ে আলোচনা করতে এবং একটি কাঠামো তৈরি করতে, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস শনিবার আসানসোলের রাহালেন জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে একটি জেলা স্তরের দলীয় সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছিল।
এই বৈঠকে প্রধানত পশ্চিম বর্ধমান জেলা সভাপতি কাম বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন। এঁরা ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউরি, জামুদিয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, আসানসোল পৌর কর্পোরেশনের উভয় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, তৃণমূল কংগ্রেস যুব জেলা সভাপতি কৌশিক মন্ডল, পশ্চিম বর্ধমান বঙ্গ জননী কে. সভাপতি সি কে রেশমা, আলপনা বন্দোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠনের নেতাকর্মীরা।
এই বৈঠকে জেলা সভাপতি কাম বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ৯ অক্টোবর সোমবার কলকাতায় রাজভবনের সামনে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে অনুষ্ঠিতব্য প্রতিবাদ বিক্ষোভ নিয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত জেলা নেতৃত্ব কর্মী-সমর্থকদের নির্দেশ দেন। পশ্চিম বর্ধমান জেলার সমস্ত দলীয় শাখা। কলকাতায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে বিক্ষোভে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।