নিম্নমানের পোশাক দেওয়ার অভিযোগে শিক্ষকদের ঘিরে বিক্ষোভ

 


সেখ আব্বাস, পূর্ব বর্ধমান : স্কুলে নিম্নমানের পোশাক দেওয়ার অভিযোগ তুলে শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখালেন অবিভাবকরা। ফিরিয়ে দেওয়া হলো পোশাক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ঘোলদা প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ঘোলদা প্রাথমিক বিদ্যালয় ১৩৫ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করে।বুধবার দুপুর নাগাদ স্কুলে ছাত্র-ছাত্রীদের সরকারি পোশাক দেওয়ার কাজ শুরু হয়। পোশাক হাতে পেতেই পোশাকের মান নিম্নমানের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন  অভিভাবকরা।


 ফিরিয়ে দেওয়া হলো স্কুলের পক্ষ থেকে দেওয়া সরকারি পোশাক।অভিভাবকদের অভিযোগ,যে পোশাক দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। গরমের সময় ওই পোশাক পরলে ছাত্র-ছাত্রীদের শারীরিক সমস্যা হতে পারে।নরম সুতির কাপড়ের পোশাক দেওয়ার দাবি তুলেন  তারা।  জানা গেছে ভাতার ব্লক অফিস থেকে কাপড়গুলি কাটিং হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা সেলাই করে পোশাক তৈরি করে স্কুলে পৌঁছে দেওয়া হয়। 


এদিন পোশাকের গুণগত মান নিম্নমানের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।ভাতারের বিডিও অরুণ কুমার বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি বলেন অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

নবীনতর পূর্বতন