বড় অভিযান কেন্দ্রের! খলিস্তানি জঙ্গি পান্নুনের বাড়িতে হানা NIA-এর, বাজেয়াপ্ত সম্পত্তি


খলিস্তানপন্থী (Khalistan) সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাস্টারস্ট্রোক! বড় অভিযানে নামল কেন্দ্র। নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর প্রধান তথা খলিস্তানি জঙ্গি গুরুপাতয়ান্ত সিং পান্নুনের (Gurpatwant Singh Pannun) বিরুদ্ধে অভিযানে নামল কেন্দ্রীয় সংস্থা এনআইএ (NIA)।


শনিবার পাঞ্জাবের চণ্ডীগড়ে (Chandigarh) পান্নুনের বিরুদ্ধে বাড়িতে হানা দেয় এনআইএ। অমৃতসরে তার নামে থাকা জমি ও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, পাঞ্জাবে খলিস্তানি জঙ্গি পান্নুনের নামে ২২টি অপরাধমূলক মামলা রয়েছে। এর মধ্যে তিনটি দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে তার নামে।


কেন্দ্রের এই অভিযান খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। শনিবার এনআইএ-র তরফে জানানো হয়েছে, অমৃতসরের খানকটে ৪৬টি জমি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি চণ্ডীগড়েও পান্নুনের নামে থাকা জমিও বাজেয়াপ্ত করা হয়েছে।


এনআইএ সূত্রে খবর, সম্প্রতি খলিস্তানি নেতা গুরুপাতয়ান্ত সিং পান্নুন কানাডা থেকে হুমকি বার্তা দেয়। কানাডায় বসবাসকারী ইন্দো-কানাডাবাসীকে দেশে ফিরে যেতে বলে। এক ভিডিও বার্তায় সে বলে, ‘ইন্দো-কানাডিয়ানরা দেশে ফিরে যাও‌। তোমাদের গন্তব্য ভারত, কানাডা নয়। খলিস্তানিরা বরাবরই কানাডার প্রতি বিশ্বাসভাজন থেকেছে, তারা সর্বদা কানাডার (Canada) পক্ষ নিয়েছে। তারা আইনশৃঙ্খলা এবং সংবিধান মেনে চলছে।’


উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই এনআইএ-র নজরে রয়েছে পান্নুন। ২০২০ সালের জুলাই মাসে তাকে জঙ্গি (Terrorist) হিসেবে ঘোষণা করে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। সেই সময়েই ইন্টারপোলের কাছে রেড নোটিস জারি করার আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আর্জি খারিজ করে দেওয়া হয়। ২০২১ সালে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করে এনআইএ আদালত। তবে খলিস্তানি এই নেতার বিরুদ্ধে এনআইএ-র এই অভিযান সময়গতভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নবীনতর পূর্বতন