সত্যনারায়ণ সিং, পশ্চিম বর্ধমান : রাতের আঁধারে ফের গরু চোরাচালান করতে দিয়ে স্থানীয় লোকজনদের কাছে ধরা পরে । স্থানীয় বাসিন্দা চালান হওয়া গরু ভর্তি ট্রাক থামিয়ে দেয়। একাধিক বার একই ঘটনায় এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ জন্মায় ।
বুধবার রাতে আসানসোলের জামুদিয়া থানার নিংহা মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়ক গরু ও বাছুর বোঝাই একটি ট্রাক থামায় স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজনকে দেখে ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় লোকজনের দাবি, সব গরুই পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গভীর রাতে গরু-বাছুর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল বেআইনি ভাবে । লোকেরা জানান, গরু-বাছুরকে ট্রাকে এমন ভাবে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে যেন তারা জীব নয়।
গরু চোরাচালান ঠেকাতে তৎপর স্থানীয় লোকজন বলছেন, প্রশাসনের সহায়তায় এই কাজটি করা হচ্ছে এবং শুধু এই একটি ট্রাক নয়, এর পেছনে আরও অনেক ট্রাকও একইভাবে গরু চালানের বেআইনি কর্মকাণ্ড করছে।
জানা গেছে, এই গরু পাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।পরে পুলিশকেও বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে।