খেলা হবে দিবসে’ ডিজে বাজিয়ে চিয়ারলিডারদের নাচেরতালে অনুষ্ঠিত হল ফুটবল খেলা। যা নিয়ে সোমবার শোরগোল পড়ে যায় পূর্ব বর্ধমানে আউসগ্রাম ২ ব্লকের ভাল্কি অঞ্চলের রাণীগঞ্জে। এখানকার খেলার মাঠে অনুষ্ঠিত ’খেলা হবে’ অনুষ্ঠানে চিয়ার লিডারদের ডিজের তালে নাচা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। যদিও অনুষ্ঠানের আয়োজকেরা এমন অনুষ্ঠান আয়োজনের পক্ষে তাঁদের সাফাইও যথারাতি দিয়েছেন ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের ঘোষনা অনুযায়ী রাজ্যের অন্যান জেলার পাশাপাশি সোমবার পূর্ব বর্ধমান জেলার সর্বত্র খেলা হবে দিবস অনুষ্ঠিত হয় । তার মধ্যে আউসগ্রাম ২ ব্লকের ভাল্কি অঞ্চল জাঁকজমক পূর্ণভাবেই ফুটবল খেলার আয়োজন করে। ভাল্কির রাণীগঞ্জ এলাকার মাঠে দর্শক ভিড়ও হয়েছিল নজর কাড়া।খেলা শুরু হতেই হঠাৎচিয়ারলিডারা মঞ্চে উঠে নাচ পরিবেশন করতে শুরু করায় মাঠে উপস্থিত সবাই হতবাক হয়েযান ।
কেউ কেউ মুগ্ধ হলেও এলাকার অনেকেই বিষয়টি মেনে নিতে না পেরে ক্ষোভ প্রকাশও হন । তাঁদের বক্তব্যগ্রামীন এলাকায় এইসব কালচার নেই । চিয়ারলিডারদের মাঠে না নামানো হলেই ভালো হত । এই বিষয়ে ভাল্কি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মিদ্দা সাফাই দেন,এখন সিনেমা, থিয়েটার বন্ধ। বিনোদন বলে কিছু নেই। তাই একটু বিনোদন দিতেই এই আয়োজন রাখা হয়েছিল।
যদিও ওই এলাকার তৃণমূল কর্মী কল্যাণ মিশ্র বলেন,’খেলা হবে দিবসের অনুষ্ঠানে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল।কিন্তু চিয়ার লিডারদের নাচের কোন অনুষ্ঠান ছিল না। কি করে এসব করা হল তা তিনি জানেন না ’।আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার বলেন,“ জানি না কি হয়েছে। খোঁজ নিয়ে দেখতে হবে“।