প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরে সাধারণত মানুষ চোখের জল ফেলে, কেউ কেউ মনের দুঃখে প্রেমিক বা প্রেমিকাকে গালাগালি করে; আবার কেউ কেউ গান করে ‘বেওয়াফা নিকলা হ্যায় তু’। তবে এসব এখন অতীত, প্রেমিকই অথবা প্রেমিকা ধোঁকা দিলেই সোজা চলে যেতে হবে শিঙাড়া খেতে। দুর্দান্ত স্বাদের সিঙারার সাথে থাকবে পাঁচ টাকার ডিসকাউন্ট।
ঘটনাটি মনগড়া মনে হলেও একেবারেই সত্য। নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে সিঙারা খেতে গেলে আপনাকে দিতে হবে 15 টাকা। তবে ভাঙা হৃদয় নিয়ে গেলে এবং নিজের ভালোবাসা ভেঙে যাওয়ার বিশ্বাসযোগ্য ঘটনা জানালে সেই সিঙারাই (Samosa) পাওয়া যাবে 10 টাকায়।
মধ্যপ্রদেশের রেওয়ায় এমনই একটি দোকান রয়েছে যেখানে ব্যর্থ প্রেমিক বা প্রেমিকার জন্য সিঙারার উপর থাকে দারুন ছাড়। দোকানের নাম ‘বেবফা সামোসাওয়ালা’, দোকানী বিনীত তিওয়ারি। বেশ কয়েক বছর আগে বিনীত নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত পান। সে সময় চাকরি ছেড়ে শুরু করেন এই সিঙারার দোকান। তখনই দোকানের নাম রাখেন ‘বেওয়াফা সামোসাওয়ালা’; যার বাংলা করলে দাঁড়ায় বিশ্বাসঘাতক সিঙারাওয়ালা।
এই দোকানের রায়তা সিঙারা অত্যন্ত বিখ্যাত। পাশাপাশি দই মটর সিঙারা, স্পেশ্যাল আমের চাটনি খেতেও মানুষ দোকানে ভিড় জমান। সেখানকার অনেক মানুষই বলেন বিনীতের জন্য প্রেমে দাগা খাওয়া ভালো একটি ঘটনার সূচনা করেছে। চাকরির থেকেও তাঁর ব্যবসায় অনেক বেশি উন্নতি হয়েছে।