ফের ভয়াবহ দুর্ঘটনার মুখে রেল! চলন্ত হামসফর এক্সপ্রেসে লাগল আগুন, আতঙ্কিত যাত্রীরা

ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ট্রেনে। চলন্ত হামসফর এক্সপ্রেসে (Hamsafar Express) আগুন লাগল শনিবার দুপুরে। জানা গিয়েছে ট্রেনের মধ্যে থেকে আগুন বের হতে দেখা যায় গুজরাটের ভালসাদের কাছে। যদিও এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের খবর মেলেনি। সব যাত্রীদের সুরক্ষিতভাবে নামানো হয়েছে ট্রেন থেকে।


সূত্রের খবর, গুজরাটের ভালসাদের কাছে হামসফর এক্সপ্রেস থেকে আজ দুপুর ২টো নাগাদ আচমকা আগুন বেরোতে দেখা যায়। এই ট্রেনটি তিরুচিরাপল্লী থেকে শ্রীগঙ্গানগর যাচ্ছিল। হঠাৎ দেখা যায় আগুন বের হচ্ছে ট্রেনটি থেকে। এরপর সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় হামসফর এক্সপ্রেসকে। আগুন লাগার ঘটনা জানার পর তীব্র আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।


যদিও ট্রেনে অগ্নিকান্ডের ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হননি বলে খবর। রেলের পক্ষ থেকে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, আজ দুপুর দুটো নাগাদ প্রথম আগুন লাগে ট্রেনের পাওয়ার কার বা জেনারেটর কোচে। সেখান থেকে অন্যান্য কামরায় ছড়িয়ে পড়ে আগুন। ট্রেনের মধ্যে আগুন দেখতে পেয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।


সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় ট্রেনটি। আতঙ্কে কয়েকজন যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়েন লাইনে। এরপর বাকি যাত্রীদের নামিয়ে আনা হয় ট্রেন থেকে। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের মুহূর্তের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক যাত্রী। ইতিমধ্যে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আরও একবার।

রেল জানিয়েছে, ভালসাদ স্টেশন থেকে সবেমাত্র বেরিয়েছিল ট্রেনটি। হঠাৎ কালো ধোঁয়া লক্ষ্য করা যায় জেনারেটর কোচে। এরপর জেনারেটর কার ও লাগোয়া বি১ কোচে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর রেল কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন।


নবীনতর পূর্বতন