জলের তলায় কলকাতা! ভাইরাল ছবি দেখলে বুক কেঁপে উঠবে আপনারও



ক্যালেন্ডার অনুযায়ী চলছে ভাদ্র মাস। গরমের জ্বালায় অতিষ্ঠ বঙ্গবাসি। মাঝেমধ্যে দু এক পশলা বৃষ্টির দেখা মিললেও গরমের হাত থেকে মিলছে না রেহাই। ফলে কেউবা ভরসা রাখছেন এসিতে তো কেউ আবার একের অধিক ফ্যান চালিয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করছেন। তবে এসবের মাঝেই ঘটে গেল এক বিপত্তি। হঠাৎ করেই জলের তলায় চলে গেল কলকাতা (Kolkata)। রাতারাতি বদলে গেল মহানগরীর চিত্র। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে শিয়ালদহ স্টেশন সবই চলে গেছে জলের তলায়।


রাস্তায় দাঁড়িয়ে থাকা হলুদ ট্যাক্সি কিংবা অটো রিক্সাও চলে গিয়েছে জলের তলায়। আর তার মধ্যে দিয়েই হেঁটে চলেছেন সাধারণ মানুষ। এ কথা আমরা সকলেই জানি যে সামান্য বৃষ্টি হলেও জলমগ্ন হয়ে যায় শহর কলকাতা। কিন্তু বিগত কয়েকদিন ধরে সেভাবে বৃষ্টির দেখাই মেলেনি দক্ষিণবঙ্গে। তাহলে কীভাবে ঘটল এমন বানভাসী ঘটনা। কোথা থেকেই বা ভাইরাল এই ছবির জন্ম হলো? আসলে সবটাই ঘটেছে সোশ্যাল মিডিয়া এবং আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এর দৌলতে।


জলের তলায় শহর কলকাতার ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অরূপ রায় নামক এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI প্রযুক্তির ব্যবহার করেই এহেন কাজ করে ফেলেছেন তিনি। কলকাতা ট্রাম লাইন থেকে শুরু করে হলুদ ট্যাক্সি সবটাই চলে গিয়েছে জলের তলায়। জলের তলায় চলে গিয়েছে নিকো পার্ক।


উল্লেখ্য, গতবছরেই সাংবাদিক সাক্ষাৎকারে ভূতত্ত্ববিদ সুজীব কর দাবি করেছিলেন, আগামী 12 বছরের মধ্যে শহর কলকাতার বেশ কিছু অংশ চলে যেতে পারে জলের তলায়। তাঁর মতে, দিনের পর দিন জলস্তর ক্রমশই বাড়ছে আর এতেই বিপদে পড়তে পারে শহর কলকাতা। আসলে মহানগরের বেশিরভাগ অংশই নরম মাটির উপরে দাঁড়িয়ে রয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই জলস্তর বাড়তে থাকলে নড়বড়ে হয়ে যাবে মাটি আর এতেই ধ্বসে পড়তে পারে শহরের একটা বড় অংশ। আর তারপরেই ঘটে গেল এমন ঘটনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে গোটা শহরকেই জলের তলায় ডুবিয়ে দিলেন অরূপ রায় নামক এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।

নবীনতর পূর্বতন